নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে সন্ত্রাসী হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম (৫৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ রোববার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালামের বাড়ি সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায়। তিনি এলাকায়ই স্বর্ণের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে সালাম বাড়ি ফিরছিলেন। পথে রিকশায় বসা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সালাম জামসিং জয়পাড়া এলাকায় বাবুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) কয়েকজন ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে এসে হামলা চালান। চলে যাওয়ার সময় তাঁরা সালামের কাছে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যান।
আব্দুস সালামের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ঘটনার পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান। নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে ওরা আমার স্বামীকে হত্যা করেছে।’
আলেয়া বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে যারা মেরেছে, ওরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আমার স্বামীর কোনো বিরোধ ছিল না। শুধু রিকশায় ওঠাকে কেন্দ্র করে আমার স্বামীকে ওরা মেরেই ফেলল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঢাকার সাভারে সন্ত্রাসী হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম (৫৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ রোববার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালামের বাড়ি সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায়। তিনি এলাকায়ই স্বর্ণের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে সালাম বাড়ি ফিরছিলেন। পথে রিকশায় বসা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সালাম জামসিং জয়পাড়া এলাকায় বাবুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) কয়েকজন ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে এসে হামলা চালান। চলে যাওয়ার সময় তাঁরা সালামের কাছে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যান।
আব্দুস সালামের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ঘটনার পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান। নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে ওরা আমার স্বামীকে হত্যা করেছে।’
আলেয়া বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে যারা মেরেছে, ওরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আমার স্বামীর কোনো বিরোধ ছিল না। শুধু রিকশায় ওঠাকে কেন্দ্র করে আমার স্বামীকে ওরা মেরেই ফেলল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের নানা অঙ্গীকার এবং তৎপরতার পরও রাজধানীতে অপরাধের মাত্রা কমাতে দৃশ্যমান প্রভাব নেই; বিশেষ করে চাঁদাবাজদের দৌরাত্ম্য চরমে উঠেছে। চাঁদাবাজেরা এমনই বেপরোয়া হয়ে উঠেছে যে আতঙ্ক ছড়াতে গুলি করে তার ভিডিও ধারণ করার ঘটনা পর্যন্ত ঘটেছে। পুলিশের কর্মর্কতারা বলছেন, পরিবর্
৬ ঘণ্টা আগেঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ফলে বিভিন্ন বিপণিবিতানে জুতার দোকানেগুলোয় ভিড় বাড়ছে। চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
৭ ঘণ্টা আগেমুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন
৮ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু লক্ষ্মীপুরের কমলনগরে তা মানা হচ্ছে না। স্থানীয় জেলেরা প্রকাশ্যে নদীতে মাছ শিকার করছেন। অভিযোগ রয়েছে, এর পেছনে স্থানীয় বিএনপি নেতাদের মদদ আছে।
৮ ঘণ্টা আগে