Ajker Patrika

লেখকের বাড়িতে বইমেলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৫: ৪৫
লেখকের বাড়িতে বইমেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস তাঁর নিজ বাড়িতে নিজের লেখা ১৩০টি বই নিয়ে বইমেলার আয়োজন করেছেন। তাঁর এই বইমেলার আয়োজন দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

গত সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামে এই বইমেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে আজ বুধবার। 

লেখক অরুণ কুমার বিশ্বাসের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বঙ্কিম চন্দ্র বিশ্বাস মেলার উদ্বোধন করেন। এ সময় নাট্যকার আকাশ রঞ্জন, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল, সমাজসেবক পরিমল রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জনপ্রিয় এই লেখকের অলকেশ রয় গোয়েন্দা সিরিজের ‘গুপ্তি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

নাট্যকার আকাশ রঞ্জন বলেন, ‘বর্তমান সময়ে যে কয়েকজন লেখক রয়েছেন, তাঁদের মধ্যে অরুণ কুমার বিশ্বাস একজন। তাঁর লেখা মুক্তিপণ, স্পাই, আলিম বেগের খুলি, গুপ্তি, কাটামুন্ডুর বিভীষিকা, পোড়োবাড়ির রহস্য, যেভাবে জয়ী হতে হয়, পিকিংমানব রহস্য, জললিপি, লাল কুটি রহস্য, অতঃপর এল প্রেম, ক্যামডেন কিলারসহ প্রায় ৫০টি বই আমি পড়েছি। তাঁর লেখার গুণগত মান অত্যন্ত নান্দনিক।’ 

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, ‘জনপ্রিয় কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস গ্রামীণ পরিবেশে যে বইমেলার আয়োজন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাঁর এই বইমেলার মধ্য দিয়ে এলাকায় পাঠক সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। তাঁর লেখা বইগুলোর মধ্যে ১২০টি আমাদের পাঠাগারে রয়েছে।’ 

সমাজসেবক পরিমল রায় বলেন, ‘কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের এই বইমেলা আমাদের পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাইব আগামীতেও যেন তিনি এ ধরনের বইমেলার আয়োজন করেন।’ 

লেখক অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামীণ এলাকার পাঠক সৃষ্টির লক্ষ্যেই আমি এই মেলার আয়োজন করেছি। আগামীতে বড় পরিসরে এই এলাকায় বইমেলার আয়োজন করার ইচ্ছা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত