মাদারীপুর প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান।
মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।
কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান।
মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে