নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্কে হামলায় দায়ের করা মামলার ঘটনায় হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়ালের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ রোববার নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্মিত শেখ রাসেল পার্কে এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী, খেলার মাঠে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের বার্ষিক ক্রীড়া এবং নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।
ওই সময় পার্কে গান বাজানোর অভিযোগে ডিআইটি রেলওয়ে জামে মসজিদ থেকে ১০০-১৫০ জন যুবক সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে পার্কের অভ্যন্তরে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঘটনার পরদিন বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। ঘটনার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সদর মডেল থানায় বিস্তারিত উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগের পরেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৩ এপ্রিল নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ১ নম্বর আদালতে সিআর মামলা নম্বর-৬২ / ২০২৪ দায়ের করা হয়।
মামলার পর ১৯ এপ্রিল ডিআইটি মসজিদে ওলামা পরিষদের ব্যানারে মাওলানা আব্দুল আউয়াল সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশালীন বক্তব্য ও হুমকি প্রদান করেন।
এতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কোনো স্থাবর–অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে আইনের আশ্রয় নেওয়া একান্ত বাঞ্ছনীয় ও আবশ্যক। বিচারাধীন বিষয়ে হুমকি প্রদান করে বক্তব্য দেওয়া বেআইনি। তথাপি ওলামা পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নির্মিত পার্কটিকে মিনি পতিতালয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি নির্বাচিত মেয়রকে উচ্ছেদ ও হত্যার হুমকিসহ অশালীন–মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। নাসিক কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্কে হামলায় দায়ের করা মামলার ঘটনায় হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়ালের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ রোববার নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্মিত শেখ রাসেল পার্কে এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী, খেলার মাঠে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের বার্ষিক ক্রীড়া এবং নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।
ওই সময় পার্কে গান বাজানোর অভিযোগে ডিআইটি রেলওয়ে জামে মসজিদ থেকে ১০০-১৫০ জন যুবক সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে পার্কের অভ্যন্তরে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঘটনার পরদিন বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। ঘটনার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সদর মডেল থানায় বিস্তারিত উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগের পরেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৩ এপ্রিল নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ১ নম্বর আদালতে সিআর মামলা নম্বর-৬২ / ২০২৪ দায়ের করা হয়।
মামলার পর ১৯ এপ্রিল ডিআইটি মসজিদে ওলামা পরিষদের ব্যানারে মাওলানা আব্দুল আউয়াল সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশালীন বক্তব্য ও হুমকি প্রদান করেন।
এতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কোনো স্থাবর–অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে আইনের আশ্রয় নেওয়া একান্ত বাঞ্ছনীয় ও আবশ্যক। বিচারাধীন বিষয়ে হুমকি প্রদান করে বক্তব্য দেওয়া বেআইনি। তথাপি ওলামা পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নির্মিত পার্কটিকে মিনি পতিতালয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি নির্বাচিত মেয়রকে উচ্ছেদ ও হত্যার হুমকিসহ অশালীন–মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। নাসিক কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৩৬ মিনিট আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৪৩ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
১ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
১ ঘণ্টা আগে