Ajker Patrika

বিমানবন্দরের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ পেলেন ২৮৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানবন্দরের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ পেলেন ২৮৭ জন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নব যোগদানকারী ২৫৬ জনসহ মোট ২৮৭ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতায় এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও বোয়িং কোম্পানির আর্থিক পৃষ্ঠপোষকতায় সিভিল অ্যাভিয়েশন একাডেমির আয়োজনে তিন সপ্তাহব্যাপী আইকাও গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর এয়ারওয়ার্দিনেস (জিএসআই-এয়ার) কোর্সটি অনুষ্ঠিত হয়। 

আজ বৃহস্পতিবার কোর্স সম্পন্ন করা প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করে বেবিচক। 

বেবিচক জানায়, প্রশিক্ষণার্থীদের বিহেভিয়র ডিটেকশন, অ্যাভিয়েশন সিকিউরিটি, ক্যাপাসিটি বিল্ডআপের ওপর কোর্স করানো হয়। 
 
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়িং কোম্পানির প্রতিনিধি রিতিশ পিল্লাই। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সিভিল অ্যাভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করার মাধ্যমে সিভিল অ্যাভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন খাতকে প্রধানমন্ত্রীর স্বপ্নের সিভিল অ্যাভিয়েশন হাব-এ পরিণত করার লক্ষ্যে সিভিল অ্যাভিয়েশন একাডেমিকে কার্যকরী ভূমিকা পালনের সার্বিক নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য, সিভিল অ্যাভিয়েশন একাডেমি ১৯৭৫ সাল থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংস্থার কর্মীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত