নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। পরে সকাল ৮টার দিকে বাড়িটিতে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ টাকা, বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির ওই শীর্ষ নেতাকে আটক করা হয়। ময়মনসিংহে অভিযানকালে এই জঙ্গির কথাই বলেছিল এলিট ফোর্স র্যাব।
অভিযান শেষে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, `সম্প্রতি ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় চারজন জঙ্গি আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলায় জঙ্গি অভিযান শুরু করা হয়। ময়মনসিংহে আমরা যে শীর্ষ নেতার কথা বলেছিলাম, উনিই এখানে বসবাস করছিলেন। তাঁকে ধরতে জামালপুর, রাজশাহীতে অভিযান শুরু হয়। আজ গভীর রাত থেকে এখানে (বসিলায়) অভিযান শুরু হয়।'
র্যাবের মুখপাত্র বলেন, অভিযানে জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়। তাঁর বাসা থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও জিহাদি বই পেয়েছি। এ ছাড়া রাসায়নিক দ্রব্য ও আনুমানিক ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনি বাসাটি ভাড়া নেওয়ার সময় ভোটার আইডি কার্ড দেননি। গত মাসে তাঁরা বাসাটি ভাড়া নেন। তখন বলেছিলেন পরিবার নিয়ে এখানে বসবাস করবেন। প্রিন্টিং প্রেসে চাকরির কথা বলে এখানে উঠেছিলেন। বাসাটি বাড়া নেওয়ার সময় ৫ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলেন।
মঈন বলেন, তিনি বাড়ির মালিককে বলেছিলেন, যখন পরিবার নিয়ে উঠবেন তখন পরিচয়পত্র জমা দেবেন। গতকাল তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কোথায় গিয়েছিলেন বলেননি।
অপর প্রশ্নের জবাবে মঈন বলেন, তিনি জেএমবির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সংগঠনে তাঁর অবস্থান রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। পরে সকাল ৮টার দিকে বাড়িটিতে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ টাকা, বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির ওই শীর্ষ নেতাকে আটক করা হয়। ময়মনসিংহে অভিযানকালে এই জঙ্গির কথাই বলেছিল এলিট ফোর্স র্যাব।
অভিযান শেষে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, `সম্প্রতি ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় চারজন জঙ্গি আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলায় জঙ্গি অভিযান শুরু করা হয়। ময়মনসিংহে আমরা যে শীর্ষ নেতার কথা বলেছিলাম, উনিই এখানে বসবাস করছিলেন। তাঁকে ধরতে জামালপুর, রাজশাহীতে অভিযান শুরু হয়। আজ গভীর রাত থেকে এখানে (বসিলায়) অভিযান শুরু হয়।'
র্যাবের মুখপাত্র বলেন, অভিযানে জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়। তাঁর বাসা থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও জিহাদি বই পেয়েছি। এ ছাড়া রাসায়নিক দ্রব্য ও আনুমানিক ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনি বাসাটি ভাড়া নেওয়ার সময় ভোটার আইডি কার্ড দেননি। গত মাসে তাঁরা বাসাটি ভাড়া নেন। তখন বলেছিলেন পরিবার নিয়ে এখানে বসবাস করবেন। প্রিন্টিং প্রেসে চাকরির কথা বলে এখানে উঠেছিলেন। বাসাটি বাড়া নেওয়ার সময় ৫ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলেন।
মঈন বলেন, তিনি বাড়ির মালিককে বলেছিলেন, যখন পরিবার নিয়ে উঠবেন তখন পরিচয়পত্র জমা দেবেন। গতকাল তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কোথায় গিয়েছিলেন বলেননি।
অপর প্রশ্নের জবাবে মঈন বলেন, তিনি জেএমবির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সংগঠনে তাঁর অবস্থান রয়েছে।
বরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৬ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৮ ঘণ্টা আগে