Ajker Patrika

মামলার ভয় দেখিয়ে হয়রানি, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৬
মামলার ভয় দেখিয়ে হয়রানি, ওসি প্রত্যাহার

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় নিরীহ মানুষকে আসামি করার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশের এই পরিদর্শকের নাম মোহাম্মাদ মাইনুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানের সই করা অফিস আদেশে তাঁকে যাত্রাবাড়ী থানার ওসি থেকে সরিয়ে নিয়ে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

ওই আদেশে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগের উল্লেখ না থাকলেও ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাত্রাবাড়ী থানায় দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষকে মামলার ভয় দেখানো, আসামি হিসেবে নাম প্রবেশের চেষ্টাসহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষ–সংঘাতে নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি-মন্ত্রী, পুলিশ প্রশাসনসহ সরকারি কর্মকর্তা ও সারা দেশের আওয়ামী লীগের নেতা–কর্মীর নামে একের পর এক মামলা হচ্ছে। প্রায় তিন শতাধিক এসব মামলার অধিকাংশই হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলা।

এসব মামলায় শেখ হাসিনা ছাড়া তাঁর ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায় ও জেলা উপজেলা ও স্থানীয় নেতাদের আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত