টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মাশরাফি বলেন, ‘আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলার দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব ইনশা আল্লাহ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ দেখা যাক এবার কী হয়।’
মাশরাফি আরও বলেন, ‘বিগত পাঁচ বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মাশরাফি বলেন, ‘আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলার দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব ইনশা আল্লাহ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ দেখা যাক এবার কী হয়।’
মাশরাফি আরও বলেন, ‘বিগত পাঁচ বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৮ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৮ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৮ ঘণ্টা আগে