Ajker Patrika

যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গেই থাকব: মাশরাফি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৪
যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গেই থাকব: মাশরাফি

যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। 

মাশরাফি বলেন, ‘আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলার দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব ইনশা আল্লাহ।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ দেখা যাক এবার কী হয়।’ 

মাশরাফি আরও বলেন, ‘বিগত পাঁচ বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।’ 

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। 

এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত