Ajker Patrika

জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির-মেহেদী

জবি প্রতিনিধি
জবি ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি মাঈন আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান খান। ছবি: সংগৃহীত
জবি ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি মাঈন আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান খান। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাঈন আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার ডিবেটিং সোসাইটির অফিস কক্ষে এ নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।

এ ছাড়া সহসভাপতি মো. আব্দুল মুঈন খান তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনামুল হক ইহাদ, সাংগঠনিক সম্পাদক কিশোয়ার আনজুম সাম্য, অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ, প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক রোকসানা আক্তার মিতু এবং সংরক্ষিত নারী কার্যনির্বাহী সদস্য মারজা আক্তার ইলমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে প্রচার সম্পাদক নাঈম আকন, দপ্তর সম্পাদক মুনিব মুসান্না, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিপা বানু ও কার্যনির্বাহী সদস্য মো. আশিকুর রহমান, মো. জাকারিয়া ও মো. মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি বলেন, ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সংগ্রামের পর নতুন বাংলাদেশে জেএনইউডিএস গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে জেএনইউডিএস জবির বিতর্ক বর্তনী ও বিতর্ক শীল্পকে সমৃদ্ধ করবে এবং নতুন বাংলাদেশ গঠনে জাতীয় বিতর্ক বর্তনীতে বুদ্ধিবৃত্তিক চিন্তা ও মতের সরবরাহের মাধ্যমে সংস্কার আন্দোলনকে নেতৃত্ব দেবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত