Ajker Patrika

ডিসেম্বরের আগেই চকবাজার থেকে ৫০০ কারখানা সরানো হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বরের আগেই চকবাজার থেকে ৫০০ কারখানা সরানো হবে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই রাজধানীর চকবাজার এলাকা থেকে ঝুঁকিপূর্ণ ৫০০ কারখানা ও গুদাম সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে নদীর পাড়ের এই এলাকাটি ঘিরে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র।

আজ বুধবার চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। এ সময় ডিএসসিসির সম্পত্তি বিভাগ ও অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় মেয়র তাপস জানান, চকবাজারে আগুনে পুড়ে যাওয়া রেস্টুরেন্টের ভবনটি অবৈধ। রেস্টুরেন্টটিতে ছিল না কারখানা, গ্যাস ও পানির লাইনের লাইসেন্স। এটি মূলত ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি। তিনি বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই এলাকা থেকে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে। নদী অববাহিকার এই এলাকাটি হবে টুরিস্ট স্পট। কিন্তু এই এলাকায় গুদাম, কারখানা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে।’

মেয়র তাপস বলেন, ‘আমরা চিরুনি অভিযান পরিচালনা করে এখানে অবৈধ ২ হাজার ৪০০-এর বেশি ভবন শনাক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলো এখান থেকে সরানো হবে। আমরা ২০১৮ সাল থেকেই এই এলাকায় নতুন ভবনের অনুমোদন দেওয়া বন্ধ রেখেছি। বাণিজ্যের অনুমতি না দেওয়া সত্ত্বেও সে কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ পেল, এ বিষয়গুলোর সুরাহা করতে সবগুলো সংস্থাকে একত্রে কাজ করতে হবে। আমাদের তরফ থেকেতো আমরা বাণিজ্য অনুমতি বন্ধ করে রেখেছি। অন্যান্য সংস্থাগুলোরও এসব বিষয় যাচাই-বাছাই করে দেখা উচিত যে, বাণিজ্য অনুমতি ছাড়াই কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ তারা পেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত