উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকাসহ ইমরানুল ইসলাম (২৪) ও মো. শাওন (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি-দক্ষিণের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকালে তাঁদের হেফাজত থেকে ১৩ বস্তা আতশবাজি ও পটকা (চকলেট বোমা, ক্লাস্টার বোমা এবং তারাবাতি) জব্দ করা হয়।
পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে উত্তরায় সমবেত হয়েছিল।’
নাসিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আসন্ন ইংরেজি নববর্ষ-২০২৫ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো, ফানুস উড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে।’
রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকাসহ ইমরানুল ইসলাম (২৪) ও মো. শাওন (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি-দক্ষিণের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকালে তাঁদের হেফাজত থেকে ১৩ বস্তা আতশবাজি ও পটকা (চকলেট বোমা, ক্লাস্টার বোমা এবং তারাবাতি) জব্দ করা হয়।
পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে উত্তরায় সমবেত হয়েছিল।’
নাসিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আসন্ন ইংরেজি নববর্ষ-২০২৫ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো, ফানুস উড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে।’
মানিকগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা পরিবারের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ টাকা লুট করে নেয়।
৫ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছোট ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। আজ শুক্রবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া...
২৬ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে রান্না ঘরে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে মাংস উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারত সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বিওপির ওপারে ভারতের চরভদ্রা সীমান্তে বিএসএফের গুলি ছোড়ার কারণ ও ঘটনার সঠিক ব্যাখ্যা জানতে এই সাক্ষাতের আয়োজন করা হয়.
১ ঘণ্টা আগে