ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সাভার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১১: ৪০
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২: ১৮

ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নিতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর প্রবেশপথ আমিনবাজার ও গাবতলীতে মিছিল করেছেন তারা।

আজ শনিবার সকাল ১০টার দিকে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদের নেতৃত্বে মিছিল করেছেন নেতা-কর্মীরা। তবে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। তাঁরা এখন সড়কের পাশে অবস্থান করছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফি বলেন, ঢাকা-আরিচা সড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই সড়কে অবৈধভাবে কোনো কর্মসূচি পালন করার সুযোগ নেই। কেউ এই মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের তুলে দেবে।

আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদের নেতৃত্বে মিছিলআমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদ বলেন, ‘মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ সরিয়ে দেয়। আমরা সড়কের পাশে অবস্থান করছি।’

গাবতলীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থানগাবতলীতে অবস্থানের বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে মাঠে আছি।’

এদিকে রাজধানীর বাবুবাজার এবং শনির আখড়ায়ও অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ছাত্রলীগের মিছিল

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত