Ajker Patrika

জবির ইংরেজি বিভাগে সরস্বতী পূজায় পৌরোহিত্য করলেন নারী

জবি প্রতিনিধি 
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২১
ইংরেজি বিভাগে সরস্বতী পূজায় পৌরোহিত্য করেছেন এক নারী শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা
ইংরেজি বিভাগে সরস্বতী পূজায় পৌরোহিত্য করেছেন এক নারী শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সরস্বতী পূজায় দ্বিতীয়বারের মতো নারী পুরোহিতের মাধ্যমে পূজা–অর্চনা অনুষ্ঠিত হলো। গত বছর প্রথমবারের মতো এই দৃষ্টান্ত স্থাপন করে বিভাগটি।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় ইংরেজি বিভাগের সরস্বতী পূজার সময় এই ব্যতিক্রমী চিত্র দেখা যায়। এই বিভাগ ছাড়া ৩৬টি বিভাগেই পূজা পরিচালনায় ছিলেন পুরুষ পুরোহিত।

ইংরেজি বিভাগের পূজার পৌরোহিত্য করেছেন ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক।

ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, ‘আমাদের পূজার অন্যতম উদ্দেশ্য বিদ্যার দেবীর আরাধনা। বিদ্যার ক্ষেত্রে নারী–পুরুষের কোনো ভেদাভেদ নেই, তাই পূজার ক্ষেত্রেও থাকা উচিত নয়।’

ইংরেজি বিভাগে সরস্বতী পূজায় পৌরোহিত্য করেছেন এক নারী শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা
ইংরেজি বিভাগে সরস্বতী পূজায় পৌরোহিত্য করেছেন এক নারী শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে সমাদৃতা ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘পূজার সময় পুরোহিত খোঁজা একটি কষ্টসাধ্য ব্যাপার। তাই গতবার নিজ থেকেই বিভাগে বলি আমি পূজা করতে চাই। সে থেকে এবারও পূজায় পৌরোহিত্য করেছি। আমাদের দেশে মানুষ মনে করে মেয়েরা পূজা করতে পারে না। সে ট্যাবু থেকে বের হয়ে আসার জন্য স্বপ্রণোদিত হয়ে পূজা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত