নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (১৮) বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর ২০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করে।
এর আগে গত গত সোমবার বন্দর উপজেলার বারপাড়া শাসনের বাগ এলাকায় এই ঘটনা ঘটে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন-বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আম্বি মেম্বারেরর ছেলে আদম ব্যাপারী রহিম বাদশা ও অজ্ঞাতনাম এক ব্যক্তি।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। সে স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছে। অভাব অনটনের কারণে সে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তাঁর এক সহকর্মীর মাধ্যমে রহিম বাদশার সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১৩ মার্চ বিকেলে তরুণীকে বিদেশে যাওয়ার জন্য ৩০ হাজার টাকা নিয়ে তার সঙ্গে দেখা করার পরামর্শ দেয় রহিম।
ভুক্তভোগী তরুণী তাঁর কথা মতো ১৪ মার্চ সকালে বাদী রহিম বাদশার বাড়িতে আসে। এ সময় বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলার সময় অজ্ঞাত আরেক ব্যক্তি উপস্থিত হয়। সে ওই তরুণীকে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলতে বলতে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম বাদশা ও অজ্ঞাত ওই ব্যক্তি তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে বুধবার দুপুরে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করে।
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, গণধর্ষণের ঘটনায় বন্দর থানায় ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (১৮) বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর ২০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করে।
এর আগে গত গত সোমবার বন্দর উপজেলার বারপাড়া শাসনের বাগ এলাকায় এই ঘটনা ঘটে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন-বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আম্বি মেম্বারেরর ছেলে আদম ব্যাপারী রহিম বাদশা ও অজ্ঞাতনাম এক ব্যক্তি।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। সে স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছে। অভাব অনটনের কারণে সে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তাঁর এক সহকর্মীর মাধ্যমে রহিম বাদশার সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১৩ মার্চ বিকেলে তরুণীকে বিদেশে যাওয়ার জন্য ৩০ হাজার টাকা নিয়ে তার সঙ্গে দেখা করার পরামর্শ দেয় রহিম।
ভুক্তভোগী তরুণী তাঁর কথা মতো ১৪ মার্চ সকালে বাদী রহিম বাদশার বাড়িতে আসে। এ সময় বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলার সময় অজ্ঞাত আরেক ব্যক্তি উপস্থিত হয়। সে ওই তরুণীকে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলতে বলতে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম বাদশা ও অজ্ঞাত ওই ব্যক্তি তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে বুধবার দুপুরে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করে।
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, গণধর্ষণের ঘটনায় বন্দর থানায় ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
২১ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৩১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে