Ajker Patrika

পড়ে থাকা বস্তায় মুমূর্ষু পোশাকশ্রমিক, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২১: ৪৮
পড়ে থাকা বস্তায় মুমূর্ষু পোশাকশ্রমিক, হাসপাতালে মৃত্যু

মারধরের পর রবিউল ইসলাম (২২) নামে এক পোশাকশ্রমিককে মৃত ভেবে বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় এক রিকশাচালক পড়ে থাকা বস্তাটি নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি বস্তা খুলে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঘটনাটি ঘটে আজ সোমবার ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায়। তবে বেধড়ক মারধরের পর বস্তায় ভরে কবে তাঁকে ওই স্থানে ফেলা হয়েছে, তা কেউ বলতে পারছে না। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আশুলিয়ার ইউনিক এলাকার আলম ভূঁইয়া (৫৫), সেলিম ভূঁইয়া (৪০), আজহার ভূঁইয়া (২৪), ফারুক ভূঁইয়া (৩৫) ও ফরহাদ ভূঁইয়া (৩০)। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত পোশাকশ্রমিক ঢাকার আশুলিয়ার গাজিচটের আলতাফ হোসেনের ছেলে ৷ তিনি স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি ঝুটের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

আশুলিয়া থানার পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার ইউনিক এলাকায় গ্রেপ্তার আলম ভূঁইয়ার ছেলেসহ কয়েকজন মারধরের শিকার হন। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত রবিউল ওই মামলার আসামি ছিলেন। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল আশুলিয়া থানায় মারধরের একটি মামলার আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়ে থাকতে পারে। পরে মৃত ভেবে রবিউলকে বস্তায় ভরে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’ 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ সোমবার দুপুরের দিকে একজন রিকশাচালক ধামরাই থানার ভাড়ারিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি রিকশা থেকে নেমে বস্তা খুলে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করেন। তাঁর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত