অনলাইন ডেস্ক
রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীমকে (৩৫) শুক্রবার রাত তিনটার (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা জানায়, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগনে তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ওই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন। এর প্রেক্ষিতে মতিঝিল থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তওহিদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ষাট হাজার টাকা পাওয়া যাচ্ছে না। তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে ভাগনে তাওহীদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
থানা-পুলিশ বলছে, মামলা দায়েরের পর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ১৩ ভরি গলা (গলিত) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীমকে (৩৫) শুক্রবার রাত তিনটার (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা জানায়, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগনে তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ওই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন। এর প্রেক্ষিতে মতিঝিল থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তওহিদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ষাট হাজার টাকা পাওয়া যাচ্ছে না। তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে ভাগনে তাওহীদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
থানা-পুলিশ বলছে, মামলা দায়েরের পর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ১৩ ভরি গলা (গলিত) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৪ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৫ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৫ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৫ ঘণ্টা আগে