নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর এই রাজনৈতিক সমঝোতার দাবি জানালেন জাতীয় নির্বাচন ভবন এর আমন্ত্রণে অংশ নেওয়া শিক্ষাবিদ-বুদ্ধিজীবীরা। অবশ্য আমন্ত্রিত অতিথিদের এমন দাবিতে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে ভালো নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে।’
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে আজ রোববার জাতীয় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’
সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা।
এ প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘সমঝোতা লাগবে। প্রথম দিকে বলেছি, ভালো ইলেকশন করাটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। স্টেক হোল্ডার যারা আছেন তারাও যদি সমভাবে না আসে...পলিটিক্যাল ক্লাইমেট, নির্বাচনে রাজনৈতিক আবহ অনুকূল না হয়, দলগুলোর মধ্যে মোটামুটি সমঝোতা না থাকে; পক্ষগুলো বিবদমান হয়ে যায় তাহলে আমাদের পক্ষে ভালোভাবে নির্বাচন করাটা আমাদের ক্ষেত্রে দুরুহ।’
অংশীজনেরা ভালো দায়িত্বে আছেন উল্লেখ করে জনগণকে, সরকারকে, ভোটারকে, সকলকে সচেতন করা এবং সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।
সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর এই রাজনৈতিক সমঝোতার দাবি জানালেন জাতীয় নির্বাচন ভবন এর আমন্ত্রণে অংশ নেওয়া শিক্ষাবিদ-বুদ্ধিজীবীরা। অবশ্য আমন্ত্রিত অতিথিদের এমন দাবিতে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে ভালো নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে।’
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে আজ রোববার জাতীয় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’
সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা।
এ প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘সমঝোতা লাগবে। প্রথম দিকে বলেছি, ভালো ইলেকশন করাটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। স্টেক হোল্ডার যারা আছেন তারাও যদি সমভাবে না আসে...পলিটিক্যাল ক্লাইমেট, নির্বাচনে রাজনৈতিক আবহ অনুকূল না হয়, দলগুলোর মধ্যে মোটামুটি সমঝোতা না থাকে; পক্ষগুলো বিবদমান হয়ে যায় তাহলে আমাদের পক্ষে ভালোভাবে নির্বাচন করাটা আমাদের ক্ষেত্রে দুরুহ।’
অংশীজনেরা ভালো দায়িত্বে আছেন উল্লেখ করে জনগণকে, সরকারকে, ভোটারকে, সকলকে সচেতন করা এবং সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে