নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়, জামালপুরের বাসিন্দা মো. রাহয়ান নামের এক চাকরিপ্রার্থী একই এলাকার দুই পরিচিতের মাধ্যমে জানতে পারেন ঢাকায় কর্মরত ঢাকা জেলা জজ আদালতের সেরেস্তাদার আতাউর রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ে জুনিয়র ফিল্ড অফিসার পদে চাকরি পাইয়ে দেন।
এ জন্য আতাউরকে ১০ লাখ টাকা দিতে হয়। চাকরি প্রার্থী মো. রায়হান এমন প্রলোভনে রাজীও হয়ে যান। চাকরির জন্য প্রথমে তিন লাখ পরবর্তীতে সাড়ে ৫ লাখ এবং শেষ ধাপে দেড় লাখ টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে তুলে দেন আতাউরের হাতে। পরে আদালতের এই সেরেস্তাদার রায়হানকে একটি ভুয়া পরীক্ষার প্রবেশপত্র দেন। সেই সঙ্গে তার এসএসসির মূল সার্টিফিকেটও নিজের কাছে রেখে দেন আতাউর। কিন্তু এক বছরেরও বেশি সময় কেটে গেলেও পরীক্ষা দিতে পারেননি চাকরিপ্রার্থী রায়হান।
এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বললে আতাউর তাকে ভয়ভীতি দেখাতে থাকেন। পরে রায়হান বিষয়টি জেলা জজ আদালতকে জানালে আতাউরের বিরুদ্ধে দুদককে অনুসন্ধান করতে বলা হয়। সংস্থাটির অনুসন্ধানে এই জালজালিয়াতির বিষয়টি প্রমাণ পাওয়া যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়, জামালপুরের বাসিন্দা মো. রাহয়ান নামের এক চাকরিপ্রার্থী একই এলাকার দুই পরিচিতের মাধ্যমে জানতে পারেন ঢাকায় কর্মরত ঢাকা জেলা জজ আদালতের সেরেস্তাদার আতাউর রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ে জুনিয়র ফিল্ড অফিসার পদে চাকরি পাইয়ে দেন।
এ জন্য আতাউরকে ১০ লাখ টাকা দিতে হয়। চাকরি প্রার্থী মো. রায়হান এমন প্রলোভনে রাজীও হয়ে যান। চাকরির জন্য প্রথমে তিন লাখ পরবর্তীতে সাড়ে ৫ লাখ এবং শেষ ধাপে দেড় লাখ টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে তুলে দেন আতাউরের হাতে। পরে আদালতের এই সেরেস্তাদার রায়হানকে একটি ভুয়া পরীক্ষার প্রবেশপত্র দেন। সেই সঙ্গে তার এসএসসির মূল সার্টিফিকেটও নিজের কাছে রেখে দেন আতাউর। কিন্তু এক বছরেরও বেশি সময় কেটে গেলেও পরীক্ষা দিতে পারেননি চাকরিপ্রার্থী রায়হান।
এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বললে আতাউর তাকে ভয়ভীতি দেখাতে থাকেন। পরে রায়হান বিষয়টি জেলা জজ আদালতকে জানালে আতাউরের বিরুদ্ধে দুদককে অনুসন্ধান করতে বলা হয়। সংস্থাটির অনুসন্ধানে এই জালজালিয়াতির বিষয়টি প্রমাণ পাওয়া যায়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
২ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২২ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩৩ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগে