নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া মাইকেল চাকমা।
এর আগে ১৮ ডিসেম্বর (বুধবার) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। এ সময় তাঁর সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।
মাইকেলের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে এ দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেওয়া হবে। মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্তকাজ শুরু হবে।
অভিযোগ প্রসঙ্গে এই ইউপিডিএফ নেতা সাংবাদিকদের বলেন, পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে ইউপিডিএফের হয়ে তাঁরা অবরোধ কর্মসূচি করেছিলেন। এ ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
তিনি আরও বলেন, শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাঁকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাঁর আশঙ্কা এসব ঘটনায় তাঁকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গুম হন মাইকেল চাকমা। এ ঘটনায় আন্তর্জাতিক চাপ ও দেশি–বিদেশি সংগঠনের উদ্বেগ প্রকাশ করলেও আমলে নেয়নি তৎকালীন সরকার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া মাইকেল চাকমা।
এর আগে ১৮ ডিসেম্বর (বুধবার) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। এ সময় তাঁর সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।
মাইকেলের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে এ দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেওয়া হবে। মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্তকাজ শুরু হবে।
অভিযোগ প্রসঙ্গে এই ইউপিডিএফ নেতা সাংবাদিকদের বলেন, পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে ইউপিডিএফের হয়ে তাঁরা অবরোধ কর্মসূচি করেছিলেন। এ ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
তিনি আরও বলেন, শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাঁকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাঁর আশঙ্কা এসব ঘটনায় তাঁকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গুম হন মাইকেল চাকমা। এ ঘটনায় আন্তর্জাতিক চাপ ও দেশি–বিদেশি সংগঠনের উদ্বেগ প্রকাশ করলেও আমলে নেয়নি তৎকালীন সরকার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে ওই দিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি হয় ৩ ডিসেম্বর। কিন্তু ওই দিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করে।
৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির পোশাক নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
১ ঘণ্টা আগেহাসিবুল ইসলাম বাদশার প্রাইভেটকারচালক শিমুল হোসেন বলেন, ‘মাওনায় বাসার সামনে গাড়ি দাঁড় করানোর পরপরই ওরা অস্বাভাবিক আচরণ করতে থাকে। আমরা মনে করেছি, ওরা রাস্তা দিয়ে চলে যাবে। কিন্তু ওরা গাড়ির সামনে এসে নারীদের দেখে উল্লাস শুরু করে। এরপর নারীদের গায়ে হাত দেয়। গাড়ি থেকে নামার পর আমাকে মারধর করে।
১ ঘণ্টা আগেযশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের সময় সাতজন বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার বিজিবি এই অভিযান চালায়।
২ ঘণ্টা আগে