মানিকগঞ্জ প্রতিনিধি
চট্টগ্রামে বিমান বিধ্বস্তে নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আসিমের জানাজা শেষে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নানার কবরে দাফন সম্পন্ন হয়।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের মরদেহ আনা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জুমা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১টার দিকে জুমার নামাজের পর স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
আসিমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কিছু সময় আগে তাঁর বাবা আমানউল্লাহ একমাত্র সন্তান হারানোর শোক যেন কাটিয়ে উঠতে পারেন এবং অল্প সময়ে চলে যাওয়া সন্তানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
নিহতের বড় খালু শামসুল ইসলাম বলেন, ‘বিমানবাহিনীর হেডকোয়ার্টার্সে আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আসিমকে ঢাকায় তাঁদের নিজস্ব কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আসিমের মায়ের দাবি অনুযায়ী তাঁকে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে তাঁর নানার কবরে দাফন করা হয়।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আমরা মনে করি, আসিম মারা যাওয়ার ঘটনায় একটি নিখুঁত এবং সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কীভাবে, কী কী কারণে এমন একটা দুর্ঘটনা হলো, এটা আমরা জানতে চাই। জাতির সামনে যেন তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি নিহতের মা, স্ত্রী, সন্তানেরা যেন সারা জীবন চলতে পারে, তার একটা সঠিক ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে করা হয়।’
আরও পড়ুন:
চট্টগ্রামে বিমান বিধ্বস্তে নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আসিমের জানাজা শেষে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নানার কবরে দাফন সম্পন্ন হয়।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের মরদেহ আনা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জুমা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১টার দিকে জুমার নামাজের পর স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
আসিমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কিছু সময় আগে তাঁর বাবা আমানউল্লাহ একমাত্র সন্তান হারানোর শোক যেন কাটিয়ে উঠতে পারেন এবং অল্প সময়ে চলে যাওয়া সন্তানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
নিহতের বড় খালু শামসুল ইসলাম বলেন, ‘বিমানবাহিনীর হেডকোয়ার্টার্সে আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আসিমকে ঢাকায় তাঁদের নিজস্ব কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আসিমের মায়ের দাবি অনুযায়ী তাঁকে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে তাঁর নানার কবরে দাফন করা হয়।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আমরা মনে করি, আসিম মারা যাওয়ার ঘটনায় একটি নিখুঁত এবং সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কীভাবে, কী কী কারণে এমন একটা দুর্ঘটনা হলো, এটা আমরা জানতে চাই। জাতির সামনে যেন তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি নিহতের মা, স্ত্রী, সন্তানেরা যেন সারা জীবন চলতে পারে, তার একটা সঠিক ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে করা হয়।’
আরও পড়ুন:
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
১৮ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
১৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
২৩ মিনিট আগে