মাদারীপুরে বিএনপির সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট-আগুন, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২১
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৩৮

মাদারীপুরে বিএনপির সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের লোকজন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকালে জেলা সদরের ঝাউদি ইউনিয়নের চর ব্রাহ্মন্দী গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর ব্রাহ্মন্দী গ্রামের বিএনপির কর্মী কাওসার সরদারের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগের কর্মী তৈয়ব হাওলাদারের বিরোধ চলছিল। আজ সকালে তৈয়ব হাওলাদারের নেতৃত্বে কাওসার সরদারসহ তিনটি বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় ২০টি বসতঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে হামলায় পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কাওসার সরদার বলেন, ‘আমার ঘরসহ আরও কয়েকটি ঘরবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি অপরাধীদের শাস্তির দাবি জানাই।’

মাদারীপুরে বিএনপির সমর্থকদের বাড়িঘর ভাঙচুর-আগুনঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হামলা ও আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত