বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে সবদিক দিয়ে এগিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আজ রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সন্তানেরা বিদেশে গিয়ে ডলার পাঠাচ্ছে। অবদান রাখছে দেশের উন্নয়নে। আমাদের বাংলাদেশ থেকে অনেক পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আসছে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাধীনতা কী জিনিস, কী অর্জন করেছি তা বুঝতে হবে।’
তিনি বলেন, ‘এখনো স্বাধীনতার শত্রুতারা সোচ্চার। তারা চায় দেশকে হুমকির মুখে ঠেলে দিতে। আমাদের দেশের একশ্রেণির বন্ধুরা উন্নয়ন দেখে না। পদ্মা সেতুর সময় তারা বিরোধিতা করেছিল। কিন্তু তারাই সবচেয়ে বেশি গাড়ি নিয়ে জোর গতিতে হাঁকিয়ে চলে।’
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একসময় দেশে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, আবাসন ব্যবস্থা ভালো ছিল না।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিই না। সে আমাদের দলের লোক হলেও ছাড় নাই। প্রধানমন্ত্রীর চাওয়া মানুষ যেন ভাত খেয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারে। রেলকে লাভজনক করে নিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভালো সার্ভিস দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়ার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর সাত্তার খান, এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন প্রমুখ।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে সবদিক দিয়ে এগিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আজ রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সন্তানেরা বিদেশে গিয়ে ডলার পাঠাচ্ছে। অবদান রাখছে দেশের উন্নয়নে। আমাদের বাংলাদেশ থেকে অনেক পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আসছে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাধীনতা কী জিনিস, কী অর্জন করেছি তা বুঝতে হবে।’
তিনি বলেন, ‘এখনো স্বাধীনতার শত্রুতারা সোচ্চার। তারা চায় দেশকে হুমকির মুখে ঠেলে দিতে। আমাদের দেশের একশ্রেণির বন্ধুরা উন্নয়ন দেখে না। পদ্মা সেতুর সময় তারা বিরোধিতা করেছিল। কিন্তু তারাই সবচেয়ে বেশি গাড়ি নিয়ে জোর গতিতে হাঁকিয়ে চলে।’
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একসময় দেশে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, আবাসন ব্যবস্থা ভালো ছিল না।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিই না। সে আমাদের দলের লোক হলেও ছাড় নাই। প্রধানমন্ত্রীর চাওয়া মানুষ যেন ভাত খেয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারে। রেলকে লাভজনক করে নিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভালো সার্ভিস দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়ার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর সাত্তার খান, এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন প্রমুখ।
আমরণ অনশনের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় তাঁরা। শিক্ষার্থীদের সাফ কথা, ‘এক দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা অনশন থেকে সরব না। প্রয়োজন হলে আমাদের এখানে মৃত্যু হবে।’
৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির মামলাটি পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮-এর সদস্যদের মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত সিয়াম মোল্লা কলেজছাত্র। সে মাদকসেবী বা মাদক কারবারি নয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিহতের পর তার গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় মানুষজন নেই বললেই চলে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেছেন আন্দোলনরত নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল হলের তালা ভেঙে প্রবেশ করেন।
১৬ মিনিট আগে