Ajker Patrika

কিশোরগঞ্জে ঝড়ে গাছ পড়ে ৫ বছরের সন্তানসহ অন্তঃসত্ত্বা নারী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৪, ১২: ৫৮
কিশোরগঞ্জে ঝড়ে গাছ পড়ে ৫ বছরের সন্তানসহ অন্তঃসত্ত্বা নারী নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রচণ্ড ঝড়ে গাছ উপড়ে পড়ে দোচালা টিনের বসতঘরের নিচে চাপা পড়ে এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজীপাড়া ঘোনারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

গাছচাপায় নিহত নারীর নাম রুপ তারা (৪৫) এবং তাঁর ছেলের নাম তাইজুল (৫)। রূপ তারা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজীপাড়ার ঘোনারবাড়ী গ্রামের কৃষক আ. কাইয়ুমের স্ত্রী। 

স্থানীয়রা জানান, রাতে খাওয়াদাওয়ার পর নিজেদের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন রুপ তারা ও তাঁর ছেলে তাইজুল। স্বামী আ. কাইয়ুম তখন ধান কাটার জন্য ছিলেন হাওরে। রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী শুরু হলে একটি বড় রঙ্গিলা কাঠগাছ বসতঘরের ওপর এসে পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাছের নিচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়। 

কৃষক আ. কাইয়ুম বলেন, ‘আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিছুদিন পরে আমার সন্তান এই পৃথিবীতে আসত। আমার ছোট ছেলেটার বয়স পাঁচ বছর। কালবৈশাখী ঝড় আমার জীবনে কাল হয়ে এল। আমি আমার স্ত্রী-সন্তান ছাড়া কীভাবে বাঁচব!’ 

করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। রুপ ও তাইজুলকে উদ্ধার করে প্রেসিডেন্ট আ. হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ ও তাইজুলকে মৃত ঘোষণা করে। কোনো ধরনের অভিযোগ না থাকায় রুপ ও তাইজুলের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত