প্রশিক্ষিত তরুণদের জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২২: ৩৬
Thumbnail image
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: বাসস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও অবদানের ভিত্তিতেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণ থেকে এই তরুণদের অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাসব্যাপী চলমান ৫৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নতুন দেশ গড়ার পেছনে তরুণ প্রজন্মের অনেকেই প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এ স্বপ্নের পথিক তরুণ সমাজ।’

উপদেষ্টা বলেন, এ বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নীতি, নৈতিকতা ও আদর্শের বাস্তবায়ন করাই তরুণ সমাজের দায়িত্ব। সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। শুধু ভাতা প্রদানই নয়, দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

শারমীন এস মুরশিদ জানান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এসিড দগ্ধদের সহায়তার পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা কার্যক্রম চলছে। দরিদ্র, ভূমিহীন, অনাথ, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নতুন উন্নয়ন পদ্ধতি গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘পরিবারকেন্দ্রিক কর্মসূচি এবং সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে এটি দেশের মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মো. শাহী নেওয়াজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। উপদেষ্টা শারমীন এস মুরশিদ ৩৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত