জীবন বীমার চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২১: ৫২
Thumbnail image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বীমা করপোরেশন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার রাতে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালের বিমা করপোরেশন আইনে ধারা ৯(১) (ক) বিধান অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগ করা হলো। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জীবন বীমা করপোরশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত