সোহরাওয়ার্দীর মহাসমাবেশ থেকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলকসহ ৯ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে মহাসমাবেশ। ছবি: আজকের পত্রিকা

সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করাসহ ৯ দাবি জানিয়েছে তাবলিগ জামাতের প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসা, তাবলিগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি উপস্থাপন করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল অ্যারাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বাকি দাবিগুলো হলো—মাওলানা সাদকে দেশে আসতে নিষেধাজ্ঞা দিতে হবে, কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে, কওমি শিক্ষাকে দারুল উলুম দেওবন্দের আওতায় পরিচালনা করতে হবে, তাবলিগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে, আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে, শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে, সারা দেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২০১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে।

মাহফুজুল হক বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভয়াবহ কর্মকাণ্ডের মাধ্যমে সহিংসতা করার ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আলেম-ওলামারা সাদপন্থীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে প্রস্তুত আছে।’

মাহফুজুল হক আরও বলেন, ‘সাদপন্থীরা নবী করিম (সা.)-সহ সাহাবিদের সমালোচনা করে আসছে। সাদ তাবলিগের নীতিমালা উপেক্ষা করেছেন। তাই সাদ সাহেবকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাঁকে দেশে আসতে দেওয়া হবে না।’

আলেমদের ঘোষিত তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৭-২৮-২৯ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭-৮-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কাকরাইলে আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে।’ এ ছাড়াও তিনি কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান।

সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘এবারও দুই পর্বে ইজতেমা হবে। কিন্তু সাদপন্থীরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত