নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করাসহ ৯ দাবি জানিয়েছে তাবলিগ জামাতের প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসা, তাবলিগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি উপস্থাপন করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল অ্যারাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
বাকি দাবিগুলো হলো—মাওলানা সাদকে দেশে আসতে নিষেধাজ্ঞা দিতে হবে, কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে, কওমি শিক্ষাকে দারুল উলুম দেওবন্দের আওতায় পরিচালনা করতে হবে, তাবলিগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে, আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে, শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে, সারা দেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২০১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে।
মাহফুজুল হক বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভয়াবহ কর্মকাণ্ডের মাধ্যমে সহিংসতা করার ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আলেম-ওলামারা সাদপন্থীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে প্রস্তুত আছে।’
মাহফুজুল হক আরও বলেন, ‘সাদপন্থীরা নবী করিম (সা.)-সহ সাহাবিদের সমালোচনা করে আসছে। সাদ তাবলিগের নীতিমালা উপেক্ষা করেছেন। তাই সাদ সাহেবকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাঁকে দেশে আসতে দেওয়া হবে না।’
আলেমদের ঘোষিত তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৭-২৮-২৯ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭-৮-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কাকরাইলে আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে।’ এ ছাড়াও তিনি কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান।
সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘এবারও দুই পর্বে ইজতেমা হবে। কিন্তু সাদপন্থীরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।’
সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করাসহ ৯ দাবি জানিয়েছে তাবলিগ জামাতের প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসা, তাবলিগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি উপস্থাপন করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল অ্যারাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
বাকি দাবিগুলো হলো—মাওলানা সাদকে দেশে আসতে নিষেধাজ্ঞা দিতে হবে, কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে, কওমি শিক্ষাকে দারুল উলুম দেওবন্দের আওতায় পরিচালনা করতে হবে, তাবলিগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে, আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে, শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে, সারা দেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২০১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে।
মাহফুজুল হক বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভয়াবহ কর্মকাণ্ডের মাধ্যমে সহিংসতা করার ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আলেম-ওলামারা সাদপন্থীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে প্রস্তুত আছে।’
মাহফুজুল হক আরও বলেন, ‘সাদপন্থীরা নবী করিম (সা.)-সহ সাহাবিদের সমালোচনা করে আসছে। সাদ তাবলিগের নীতিমালা উপেক্ষা করেছেন। তাই সাদ সাহেবকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাঁকে দেশে আসতে দেওয়া হবে না।’
আলেমদের ঘোষিত তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৭-২৮-২৯ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭-৮-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কাকরাইলে আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে।’ এ ছাড়াও তিনি কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান।
সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘এবারও দুই পর্বে ইজতেমা হবে। কিন্তু সাদপন্থীরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।’
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে