Ajker Patrika

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বেলা পৌনে ১১টার দিকে চাষাঢ়া অবরোধ করা হয়। এতে নারায়ণগঞ্জ শহরের সঙ্গে ঢাকা, মুন্সিগঞ্জ ও আদমজী এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকালে শিক্ষার্থীরা গাজাবাসী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের অংশ নিতে দেখা গেছে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিপুলসংখ্যক লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি, শিক্ষার্থীদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।

জেলার খবর, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ, সড়ক, অবরোধ, গাজা, ফিলিস্তিন, ইসরায়েল, শিক্ষার্থী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত