Ajker Patrika

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় দোকান বন্ধ ব্যবসায়ীদের

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৪: ৪৯
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় দোকান বন্ধ ব্যবসায়ীদের

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির সদস্যরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এই কর্মসূচি পালন করা হয়। 

ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাসাধারণ ভোগান্তিতে পড়েন। 

উপজেলার উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম বলেন, ‘আমি সকালে ঘাঘর বাজারে চাল-তেলসহ সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি বাজারের সব দোকান বন্ধ। জানতে পারলাম দুপুর ১২টার পর এসব দোকান খুলবে। এ সময় পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে।’ 

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালনের জন্য আমরা কোনো ব্যবসায়ীকে চাপ দিইনি। সব ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত