গাজীপুর প্রতিনিধি
মাদক মামলায় গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় অপর একটি ধারায় দোষী সাব্যস্ত হওয়া তাঁকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোসাম্মাৎ রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্ত কারারক্ষীর নাম—মো. আজিজার রহমান। তিনি বগুড়ার শিবগঞ্জ থানার পোড়ানগরী ছয়ঘরিয়া এলাকার নবাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী ফরিদা ইয়াসমিন জানান, ২০১৭ সালে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কয়েদি শহিদুল ইসলামকে সন্দেহ হলে তল্লাশি করে তাঁর কোমর থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারারক্ষীরা। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে জানায় কারারক্ষী আজিজার রহমানের কাছ থেকে তিনি ওই ইয়াবা নিয়েছেন। পরবর্তীতে কারাগারের ভেতরেই কারারক্ষী আজিজার রহমানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কারা কমপ্লেক্সে আজিজার রহমানের সরকারি বাসায় তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে আরও ৬০০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাশিমপুর কারাগারের তৎকালীন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলা দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বাদী জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা করেন। পরে তদন্ত শেষে ২০১৮ সালের ৪ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। ওই সময়ে আজিজার রহমান জামিনে বেরিয়ে আসেন। দীর্ঘ ৬ বছর মামলা চলমান হলে আদালত রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ওয়াজ উদ্দিন মিয়া, আবুল কালাম আজাদ মিঠু।
মাদক মামলায় গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় অপর একটি ধারায় দোষী সাব্যস্ত হওয়া তাঁকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোসাম্মাৎ রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্ত কারারক্ষীর নাম—মো. আজিজার রহমান। তিনি বগুড়ার শিবগঞ্জ থানার পোড়ানগরী ছয়ঘরিয়া এলাকার নবাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী ফরিদা ইয়াসমিন জানান, ২০১৭ সালে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কয়েদি শহিদুল ইসলামকে সন্দেহ হলে তল্লাশি করে তাঁর কোমর থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারারক্ষীরা। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে জানায় কারারক্ষী আজিজার রহমানের কাছ থেকে তিনি ওই ইয়াবা নিয়েছেন। পরবর্তীতে কারাগারের ভেতরেই কারারক্ষী আজিজার রহমানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কারা কমপ্লেক্সে আজিজার রহমানের সরকারি বাসায় তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে আরও ৬০০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাশিমপুর কারাগারের তৎকালীন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলা দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বাদী জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা করেন। পরে তদন্ত শেষে ২০১৮ সালের ৪ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। ওই সময়ে আজিজার রহমান জামিনে বেরিয়ে আসেন। দীর্ঘ ৬ বছর মামলা চলমান হলে আদালত রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ওয়াজ উদ্দিন মিয়া, আবুল কালাম আজাদ মিঠু।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৬ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে