Ajker Patrika

মানি লন্ডারিং মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২১: ৪৫
মানি লন্ডারিং মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূস

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাত শীর্ষ কর্তা।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। কাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত ১২ জুন ওই মামলায় অভিযোগ গঠন করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে মামলাটি করে দুদক। 

এ মামলায় গত ১ ফেব্রুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত