ঢামেক প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) ও রিকশা চালক। রিকশা চালকের বয়স হবে আনুমানিক ৪০ বছর। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তারা মারা যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিকশা চালক একজন আরোহী নিয়ে মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
নিহত ব্যাংক কর্মকর্তা দিদারের চাচাতো ভাই আহসান হাবীব জানান, তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামে। স্ত্রী সুমনা আক্তার ও দেড় মাস বয়সী মেয়েসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল মোড় এলাকায় থাকত। এসবিএসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দিদার। গত ৭-৮ মাস আগে এই ব্যাংকে যোগদান করেছিলেন। এরআগে অন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাদের এক চাচা মারা গেছেন। সেই জন্য সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিল দিদার। এরপর পরিবারকে গ্রামে রেখে ভোরে যাত্রাবাড়ী মাতুয়াইলে নামে। সেখান থেকে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হন।
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) ও রিকশা চালক। রিকশা চালকের বয়স হবে আনুমানিক ৪০ বছর। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তারা মারা যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিকশা চালক একজন আরোহী নিয়ে মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
নিহত ব্যাংক কর্মকর্তা দিদারের চাচাতো ভাই আহসান হাবীব জানান, তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামে। স্ত্রী সুমনা আক্তার ও দেড় মাস বয়সী মেয়েসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল মোড় এলাকায় থাকত। এসবিএসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দিদার। গত ৭-৮ মাস আগে এই ব্যাংকে যোগদান করেছিলেন। এরআগে অন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাদের এক চাচা মারা গেছেন। সেই জন্য সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিল দিদার। এরপর পরিবারকে গ্রামে রেখে ভোরে যাত্রাবাড়ী মাতুয়াইলে নামে। সেখান থেকে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হন।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে