ঢামেক প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) ও রিকশা চালক। রিকশা চালকের বয়স হবে আনুমানিক ৪০ বছর। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তারা মারা যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিকশা চালক একজন আরোহী নিয়ে মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
নিহত ব্যাংক কর্মকর্তা দিদারের চাচাতো ভাই আহসান হাবীব জানান, তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামে। স্ত্রী সুমনা আক্তার ও দেড় মাস বয়সী মেয়েসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল মোড় এলাকায় থাকত। এসবিএসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দিদার। গত ৭-৮ মাস আগে এই ব্যাংকে যোগদান করেছিলেন। এরআগে অন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাদের এক চাচা মারা গেছেন। সেই জন্য সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিল দিদার। এরপর পরিবারকে গ্রামে রেখে ভোরে যাত্রাবাড়ী মাতুয়াইলে নামে। সেখান থেকে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হন।
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) ও রিকশা চালক। রিকশা চালকের বয়স হবে আনুমানিক ৪০ বছর। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তারা মারা যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিকশা চালক একজন আরোহী নিয়ে মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
নিহত ব্যাংক কর্মকর্তা দিদারের চাচাতো ভাই আহসান হাবীব জানান, তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামে। স্ত্রী সুমনা আক্তার ও দেড় মাস বয়সী মেয়েসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল মোড় এলাকায় থাকত। এসবিএসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দিদার। গত ৭-৮ মাস আগে এই ব্যাংকে যোগদান করেছিলেন। এরআগে অন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাদের এক চাচা মারা গেছেন। সেই জন্য সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিল দিদার। এরপর পরিবারকে গ্রামে রেখে ভোরে যাত্রাবাড়ী মাতুয়াইলে নামে। সেখান থেকে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি ও জিম্মি করে প্রতারণার অভিযোগে র্যাব-১৪ অভিযান চালিয়ে ১৪ জন দালালকে আটক করেছে। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
৯ মিনিট আগেবরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৮টি কক্ষের সমন্বয়ে গঠিত এ ল্যাবের উদ্বোধন করেন শেবাচিমের অধ্যক্ষ ফয়জুল বাশার।
১৩ মিনিট আগেযশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে বিলে গিয়ে কৃষকের ধান কাটা দেখা ও তাঁদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র...
২১ মিনিট আগেঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১ ঘণ্টা আগে