সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে ইউনিয়ন পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থলে পরিণত করার অভিযোগে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল ২১ অক্টোবর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থল তৈরি এবং ক্ষমতার অপব্যবহার, পরিষদের সদস্যদের হুমকি প্রদান, নিয়মিত মাসিক সভা ও ওয়ার্ড সভা না করা, পরিষদের বাৎসরিক হিসাব প্রদান না করা, টিসিবির পণ্য বিতরণে কারচুপি, ইউনিয়ন পরিষদের দৈনন্দিন আয়ের হিসাবে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ, পরিষদের সাবেক ও বর্তমান সদস্যদের সম্মানী ভাতা পরিশোধ না করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। স্থানীয় সরকার বিভাগ সরেজমিনে তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা পায়। অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রমাণ পায়। তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৫২(২) ধারা মোতাবেক আদেশ বাস্তবায়ন করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগম প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে ইউনিয়ন পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থলে পরিণত করার অভিযোগে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল ২১ অক্টোবর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থল তৈরি এবং ক্ষমতার অপব্যবহার, পরিষদের সদস্যদের হুমকি প্রদান, নিয়মিত মাসিক সভা ও ওয়ার্ড সভা না করা, পরিষদের বাৎসরিক হিসাব প্রদান না করা, টিসিবির পণ্য বিতরণে কারচুপি, ইউনিয়ন পরিষদের দৈনন্দিন আয়ের হিসাবে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ, পরিষদের সাবেক ও বর্তমান সদস্যদের সম্মানী ভাতা পরিশোধ না করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। স্থানীয় সরকার বিভাগ সরেজমিনে তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা পায়। অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রমাণ পায়। তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৫২(২) ধারা মোতাবেক আদেশ বাস্তবায়ন করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগম প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৩ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৩ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৩ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৩ ঘণ্টা আগে