নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্বাভাবিক দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে কাজী ফার্ম লিমিটেড ও সগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
আজ সোমবার দুটি মামলায় কমিশন এই রায় দেয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সংক্রান্ত দুটি মামলার রায় দেয়। রায়ে কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিযোগিতা আইন-২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে মামলা দুটি করেছিল।
কমিশন আরও জানায়, গত বছর জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানোয় রাতারাতি সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগির দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের জরিমানা করেন।
দাম বাড়ানোর পেছনে বড় কোম্পানিগুলোর হস্তক্ষেপ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয় ভোক্তা-অধিদপ্তর। এরপর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেসব কোম্পানির বিরুদ্ধে মামলা করে।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এই রায়ের কারণে দেশে পোলট্রি ব্যবসায় সিন্ডিকেট বন্ধ হবে। সিন্ডিকেট বন্ধ হলে দেশের প্রান্তিক খামারিরা লাভবান হবেন।’
জানতে চাইলে কাজী ফার্ম লিমিটেডের কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার বিষয়টি আমি জানি না। এই বিষয়টি মালিকপক্ষ ও পরিচালকেরা বলতে পারবেন।’
অস্বাভাবিক দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে কাজী ফার্ম লিমিটেড ও সগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
আজ সোমবার দুটি মামলায় কমিশন এই রায় দেয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সংক্রান্ত দুটি মামলার রায় দেয়। রায়ে কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিযোগিতা আইন-২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে মামলা দুটি করেছিল।
কমিশন আরও জানায়, গত বছর জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানোয় রাতারাতি সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগির দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের জরিমানা করেন।
দাম বাড়ানোর পেছনে বড় কোম্পানিগুলোর হস্তক্ষেপ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয় ভোক্তা-অধিদপ্তর। এরপর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেসব কোম্পানির বিরুদ্ধে মামলা করে।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এই রায়ের কারণে দেশে পোলট্রি ব্যবসায় সিন্ডিকেট বন্ধ হবে। সিন্ডিকেট বন্ধ হলে দেশের প্রান্তিক খামারিরা লাভবান হবেন।’
জানতে চাইলে কাজী ফার্ম লিমিটেডের কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার বিষয়টি আমি জানি না। এই বিষয়টি মালিকপক্ষ ও পরিচালকেরা বলতে পারবেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১০ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১৩ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
১৭ মিনিট আগে