নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির তথ্য বলছে, করপোরেট গ্রুপগুলো খেয়ালখুশিমতো বিভিন্ন সময় ডিম, মুরগি, পোলট্রি ফিড ও বাচ্চার দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়াচ্ছে। এর মাধ্যমে বাজারে ডিম-মুরগির বাড়তি দাম জায়েজ করার চেষ্টা করছে।
বিপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট একটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ছিল ২৮-৩০ টাকা। আর বিক্রয় দাম ছিল ৩৫ টাকা। কালার বার্ড সোনালি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২০-২২ টাকা। বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়। ডিমের লেয়ার বাচ্চা উৎপাদন খরচ ২০-২৫, বিক্রি হয় ৪৫-৫০ টাকায়।
কী এমন উৎপাদন খরচ বাড়ল যে ২০ দিনের ব্যবধানে আজ ১৩ সেপ্টেম্বরে কোনো কারণ ছাড়াই সেই বাচ্চা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়, কালার বার্ড সোনালি মুরগির বাচ্চা ৫০-৫৫ টাকা, আর লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকায়।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, কেন কয়েক দিন পরপর ডিম-মুরগির দাম বাড়ে, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আগে করপোরেট গ্রুপ ফিড ও বাচ্চা উৎপাদন করত। তখন কোনো অস্থিরতা ছিল না। কিন্তু ২০২০ সালের করোনা মহামারির পর থেকে করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগি উৎপাদন শুরু করে। এরপর থেকেই বাজার অস্থিরতা শুরু হয়েছে।
করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির তথ্য বলছে, করপোরেট গ্রুপগুলো খেয়ালখুশিমতো বিভিন্ন সময় ডিম, মুরগি, পোলট্রি ফিড ও বাচ্চার দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়াচ্ছে। এর মাধ্যমে বাজারে ডিম-মুরগির বাড়তি দাম জায়েজ করার চেষ্টা করছে।
বিপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট একটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ছিল ২৮-৩০ টাকা। আর বিক্রয় দাম ছিল ৩৫ টাকা। কালার বার্ড সোনালি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২০-২২ টাকা। বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়। ডিমের লেয়ার বাচ্চা উৎপাদন খরচ ২০-২৫, বিক্রি হয় ৪৫-৫০ টাকায়।
কী এমন উৎপাদন খরচ বাড়ল যে ২০ দিনের ব্যবধানে আজ ১৩ সেপ্টেম্বরে কোনো কারণ ছাড়াই সেই বাচ্চা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়, কালার বার্ড সোনালি মুরগির বাচ্চা ৫০-৫৫ টাকা, আর লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকায়।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, কেন কয়েক দিন পরপর ডিম-মুরগির দাম বাড়ে, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আগে করপোরেট গ্রুপ ফিড ও বাচ্চা উৎপাদন করত। তখন কোনো অস্থিরতা ছিল না। কিন্তু ২০২০ সালের করোনা মহামারির পর থেকে করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগি উৎপাদন শুরু করে। এরপর থেকেই বাজার অস্থিরতা শুরু হয়েছে।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে