নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাভার উপজেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে বহিরাগত ও বিএনপি-জামায়াতের লোকদের পদ দেওয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বহিষ্কারের শিকার ফয়জল হক।
লিখিত বক্তব্যে ফয়জল হক বলেন, ‘সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠন করেছেন। থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন এই কমিটি গঠন করেছেন।’
দীর্ঘ ৫০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে ফয়জুল হক বলেন, ‘অন্য ইউনিয়ন থেকে ভাড়া করা লোক দিয়ে আমাদের ওয়ার্ডে এনে জনসমর্থন দেখিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বহিরাগত ও বিএনপি-জামায়াতের লোকদের স্থান দেওয়া হয়েছে। কারও কোনো মতামত ছাড়াই কমিটি গঠন করা হয়। তাই আমি সভাপতি হিসেবে তাদের সমস্ত অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রত্যাখ্যান করে অনিয়মের প্রতিবাদে গত ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করি। এরপর গত ১৯ ফেব্রুয়ারি তাদের মনগড়া অন্য একটি ওয়ার্ড কমিটি গঠনের সময় আমাকে স্বপদ থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা প্রদান করে। সেই সঙ্গে তারা আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনের অবসান ঘটায় এবং মঞ্চে আমার নামে ও পরিবারের নামে নানা রকম আপত্তিকর ভাষায় বক্তব্য রাখা হয়।’
তিনি বলেন, ‘২০ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলাম। আমাকে পদ থেকে প্রত্যাহার করার বিষয়ে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়নি, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। তাই এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাভার উপজেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে বহিরাগত ও বিএনপি-জামায়াতের লোকদের পদ দেওয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বহিষ্কারের শিকার ফয়জল হক।
লিখিত বক্তব্যে ফয়জল হক বলেন, ‘সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠন করেছেন। থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন এই কমিটি গঠন করেছেন।’
দীর্ঘ ৫০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে ফয়জুল হক বলেন, ‘অন্য ইউনিয়ন থেকে ভাড়া করা লোক দিয়ে আমাদের ওয়ার্ডে এনে জনসমর্থন দেখিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বহিরাগত ও বিএনপি-জামায়াতের লোকদের স্থান দেওয়া হয়েছে। কারও কোনো মতামত ছাড়াই কমিটি গঠন করা হয়। তাই আমি সভাপতি হিসেবে তাদের সমস্ত অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রত্যাখ্যান করে অনিয়মের প্রতিবাদে গত ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করি। এরপর গত ১৯ ফেব্রুয়ারি তাদের মনগড়া অন্য একটি ওয়ার্ড কমিটি গঠনের সময় আমাকে স্বপদ থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা প্রদান করে। সেই সঙ্গে তারা আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনের অবসান ঘটায় এবং মঞ্চে আমার নামে ও পরিবারের নামে নানা রকম আপত্তিকর ভাষায় বক্তব্য রাখা হয়।’
তিনি বলেন, ‘২০ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলাম। আমাকে পদ থেকে প্রত্যাহার করার বিষয়ে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়নি, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। তাই এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
২৮ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
৩২ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৪২ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে