নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল একটি ছোরা।
আজ শনিবার দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের আট নম্বর প্লট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন নয়ন (৪৬)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার মৃত আবু সাঈদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী জানান, সকালে পূর্বাচলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত ব্যক্তির দেহে ছুরির বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তাঁকে খুন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের কিছুটা দূর থেকে রক্তমাখা ছোরা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল একটি ছোরা।
আজ শনিবার দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের আট নম্বর প্লট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন নয়ন (৪৬)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার মৃত আবু সাঈদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী জানান, সকালে পূর্বাচলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত ব্যক্তির দেহে ছুরির বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তাঁকে খুন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের কিছুটা দূর থেকে রক্তমাখা ছোরা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
১১ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
১৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে...
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
২৪ মিনিট আগে