শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কমলা পুকুরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরিফ হোসেন (৩০)। উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আছর উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, শরীফ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা সকালে মাইজপাড়া (কমলা পুকুরপাড়া) এলাকায় ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদ্যরা এসে লাশ শনাক্ত করে।
রেলওয়ে স্টেশন মাস্টার আরও জানান, দেহ থেকে ১০০ গজ দূরে ওই যুবকের মাথা পড়েছিল। একটি হাত বিচ্ছিন্ন থাকলেও সেই হাত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় রেল লাইন পাড় হতে গিয়ে কোনো ট্রেনর নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর স্টেশন মাস্টার শামীমা আক্তারের মাধ্যমে যুবকের খণ্ডিত লাশ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।’
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কমলা পুকুরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরিফ হোসেন (৩০)। উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আছর উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, শরীফ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা সকালে মাইজপাড়া (কমলা পুকুরপাড়া) এলাকায় ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদ্যরা এসে লাশ শনাক্ত করে।
রেলওয়ে স্টেশন মাস্টার আরও জানান, দেহ থেকে ১০০ গজ দূরে ওই যুবকের মাথা পড়েছিল। একটি হাত বিচ্ছিন্ন থাকলেও সেই হাত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় রেল লাইন পাড় হতে গিয়ে কোনো ট্রেনর নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর স্টেশন মাস্টার শামীমা আক্তারের মাধ্যমে যুবকের খণ্ডিত লাশ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।’
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
২৫ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
৩০ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
৩০ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
৩৭ মিনিট আগে