দেশে ফিরেছেন নুর, বিমানবন্দরে হয়রানির অভিযোগ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ১৪: ৩২
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৮

সৌদি আরবে ওমরাহ পালন শেষে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন। এ সময় তিনি বিমানবন্দরে সাংবাদিকদের কাছে হয়রানির অভিযোগ করেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। পরে পৌনে ১টার দিকে ইমিগ্রেশন শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। বিমানবন্দর থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে চলে যান তিনি। 

বিমানবন্দরে নুরুল হক নুর জানান, বিমানবন্দরে তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করা হয়েছে। কিন্তু তাঁকে কোনো গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করেনি। 

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ প্রসঙ্গে নুর জানান, একটি মহল তাঁকে দেশে আসতে না দেওয়ার জন্য এমন কাজ করেছে। 

এদিকে তাঁর আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভিড় করেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। তাঁরা বিমানবন্দরের বাইরে শোভাযাত্রা করেন। 

অন্যদিকে নুরুল হক নুরের আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোশাকে ও সাদা পোশাকে নজরদারি করতে দেখা যায়। 

উল্লেখ্য, ডিসেম্বরের শেষ দিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে তিনি সৌদি আরবে যান ওমরাহ করতে। এই সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দায় যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এই সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এর পর থেকেই তাঁর এই সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

এদিকে নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির হাস্যোজ্জ্বল একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়। মেন্দি এন সাফাদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিরও সদস্য। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত