Ajker Patrika

আইনজীবী স্ত্রীর যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আইনজীবী স্ত্রীর যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জে এক আইনজীবী স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রায় দেন। 

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তৎকালীন নৌ–পুলিশ পরিদর্শক আবু নকিব উপস্থিত ছিলেন। 

মামলার বরাত দিয়ে বাদী নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ বলেন, ‘২০০৭ সালের ১৪ মে আমাদের বিয়ে হয়। এরপর ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় আমাকে মারধর করে গুরুতর আহত করে আমার স্বামী। যৌতুক না পেয়ে প্রায় সময় বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। এ ছাড়া বেল্ট ও বুট জুতা দিয়ে মারধর করতেন তিনি। নির্যাতন করে ইতিমধ্যে ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার নিয়েছেন তিনি। এই ঘটনায় আদালতে ২০১৯ সালে মামলা দায়ের করি।’ 

এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আজকে রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত