ঢাবি অধ্যাপক অহিদুজ্জামানের পা ধুয়ে দিলেন আরেক শিক্ষক

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১: ০৭
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান ও ইনস্টিটিউটের পরিচালক আব্দুল হালিমের পা ধুয়ে দিয়েছেন তাঁদের সরাসরি ছাত্র ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. আশরাফ সাদেক। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষক দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়, বাদশাহ আলমগীর তাঁর সন্তানকে শিক্ষকের পা ধুয়ে দেওয়ার উপদেশের ঘটনাকে স্মরণ করে প্রতিরূপ হিসেবে টিস্যুতে পানি লাগিয়ে নিজ হাতে পা ধুয়ে দিয়ে সম্মান প্রদর্শন করেন আশরাফ সাদেক। 

এ বিষয়ে অধ্যাপক এম অহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে—আমলা, প্রশাসক, সাংবাদিক তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। সে হিসেবে শিক্ষকদের সম্মান মর্যাদা অনেক বড় বিষয়। আশরাফ সাদেক যেটা করেছে, তাতে আবেগ আপ্লুত হয়েছি। পাশাপাশি তাঁর এ প্রতীকী কাজ মূল্যবোধহীন, নৈতিকতাহীন সমাজের বিরুদ্ধে একটি প্রতিবাদ।’ 

তবে এ বিষয়ে মন্তব্য জানতে আশরাফ সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। 

ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল হালিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এম অহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন—অধ্যাপক খাইরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহবুব মোর্শেদ, অসীম দাস, শেখ তাহমিনা আউয়াল, প্রভাষক রাহুল চন্দ্র সাহা, রোবেল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যাপক আব্দুল হালিম বলেন, ‘শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া শিক্ষকের কাজ। শিক্ষকেরা বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে থাকেন। শাসন করলেও অনুপ্রেরণা থাকে। শিক্ষকদের মর্যাদা হওয়া উচিত ছিল সবার ওপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত মর্যাদা আমাদের সমাজ দিতে পারেনি। জাতি গঠনের প্রয়োজনেই শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান করার কোনো বিকল্প নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত