নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বকেয়া পাওনা নিয়ে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোরের সঙ্গে সরকারের জটিলতা যেন কাটছেই না। গত বছর রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছিল ডায়ালাইসিস সেবা। এবারও একই পথে কোম্পানিটি। জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে। তবে কাল সোমবার সেটি একেবারে বন্ধ করে দেওয়া হতে পারে বলে স্যানডোর সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের একমাত্র কিডনি বিশেষায়িত হাসপাতালে প্রতিদিন তিন শিফটে চার ঘণ্টা করে প্রায় ৪০০ জনকে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ডায়ালাইসিস সেন্টার চালু থাকে। সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায় স্যানডোর ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে।
অন্য দিনের মতো রোববার সকালে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী রোগীরা সেন্টারে আসেন। কিন্তু স্যানডোরের পক্ষ থেকে জানানো হয়, কাঁচামালের সংকটের কারণে কিছুটা সময় লাগছে। অপেক্ষা করতে হবে। এতে করে দুশ্চিন্তায় পড়ে যান ডায়ালাইসিস নিতে আসা রোগীরা। পড়েন ভোগান্তিতে। পরে রোগীদের কথা বিবেচনা করে বেলা দুইটার দিকে পুনরায় সেবা চালু করে প্রতিষ্ঠানটি।
স্যানডোর বলছে, শেষ দিকে এসে ডায়ালাইসিসের কাঁচামালের সংকট দেখা দেয়। এ জন্য সরকারের কাছ থেকে বকেয়া টাকার জন্য চাপ দেওয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত পরিশোধ করেনি।
বর্তমানে সরকারের কাছে অন্তত ৩০ কোটি টাকা পাওনা। এতে করে কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে। এই নিয়ে গত সপ্তাহে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি।
কিডনি ইনস্টিটিউট স্যানডোরের ব্যবস্থাপক মো. নিয়াজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচামালের সংকট থাকায় সরকারের কাছে পাওনা টাকার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো সাড়া পাচ্ছি না। টাকা না পেলে আগামীকাল আবারও বন্ধ রাখার সম্ভাবনা বেশি।’
তবে হাসপাতালের কর্মকর্তারা বলছেন, ‘কিছু টাকা বকেয়া থাকলেও এভাবে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া ঠিক হচ্ছে না স্যানডোরের। সরকার তো টাকা দিয়েই এসেছে। হয়তো একটু সময় লাগছে, কিন্তু দেবে।’
হাসপাতালটির পরিচালক অধ্যাপক আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি, ডায়ালাইসিস বন্ধ করে দিয়েছিল, পরে আবার চালু করেছে। স্যানডোরের চুক্তি হাসপাতালের সঙ্গে নয়, মন্ত্রণালয়ের সঙ্গে। তারা সেখানে যোগাযোগ করুক। কিন্তু ডায়ালাইসিস বন্ধ করা কোনো সমাধান নয়।’
বকেয়া পাওনা নিয়ে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোরের সঙ্গে সরকারের জটিলতা যেন কাটছেই না। গত বছর রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছিল ডায়ালাইসিস সেবা। এবারও একই পথে কোম্পানিটি। জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে। তবে কাল সোমবার সেটি একেবারে বন্ধ করে দেওয়া হতে পারে বলে স্যানডোর সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের একমাত্র কিডনি বিশেষায়িত হাসপাতালে প্রতিদিন তিন শিফটে চার ঘণ্টা করে প্রায় ৪০০ জনকে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ডায়ালাইসিস সেন্টার চালু থাকে। সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায় স্যানডোর ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে।
অন্য দিনের মতো রোববার সকালে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী রোগীরা সেন্টারে আসেন। কিন্তু স্যানডোরের পক্ষ থেকে জানানো হয়, কাঁচামালের সংকটের কারণে কিছুটা সময় লাগছে। অপেক্ষা করতে হবে। এতে করে দুশ্চিন্তায় পড়ে যান ডায়ালাইসিস নিতে আসা রোগীরা। পড়েন ভোগান্তিতে। পরে রোগীদের কথা বিবেচনা করে বেলা দুইটার দিকে পুনরায় সেবা চালু করে প্রতিষ্ঠানটি।
স্যানডোর বলছে, শেষ দিকে এসে ডায়ালাইসিসের কাঁচামালের সংকট দেখা দেয়। এ জন্য সরকারের কাছ থেকে বকেয়া টাকার জন্য চাপ দেওয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত পরিশোধ করেনি।
বর্তমানে সরকারের কাছে অন্তত ৩০ কোটি টাকা পাওনা। এতে করে কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে। এই নিয়ে গত সপ্তাহে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি।
কিডনি ইনস্টিটিউট স্যানডোরের ব্যবস্থাপক মো. নিয়াজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচামালের সংকট থাকায় সরকারের কাছে পাওনা টাকার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো সাড়া পাচ্ছি না। টাকা না পেলে আগামীকাল আবারও বন্ধ রাখার সম্ভাবনা বেশি।’
তবে হাসপাতালের কর্মকর্তারা বলছেন, ‘কিছু টাকা বকেয়া থাকলেও এভাবে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া ঠিক হচ্ছে না স্যানডোরের। সরকার তো টাকা দিয়েই এসেছে। হয়তো একটু সময় লাগছে, কিন্তু দেবে।’
হাসপাতালটির পরিচালক অধ্যাপক আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি, ডায়ালাইসিস বন্ধ করে দিয়েছিল, পরে আবার চালু করেছে। স্যানডোরের চুক্তি হাসপাতালের সঙ্গে নয়, মন্ত্রণালয়ের সঙ্গে। তারা সেখানে যোগাযোগ করুক। কিন্তু ডায়ালাইসিস বন্ধ করা কোনো সমাধান নয়।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে