Ajker Patrika

গোপালগঞ্জে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২২: ০০
গোপালগঞ্জে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শেখ জাবেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সহসভাপতি বুলবুল আলম বুলু, নির্বাহী সদস্য ও জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা নিতীশ চন্দ্র বিশ্বাস।

দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি দুলাল বিশ্বাস সবুজের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, আরটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালী, এশিয়ান এইজের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মানিক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপু, সিএনএন বাংলা এ জেড আমিনুজ্জামান রিপন, সেবামূলক সংগঠন ‘আমরা সবাই পরের তরের’ সাধারণ সম্পাদক মো. আল ইমরান সুমন প্রমুখ।

আলোচনা সভা শেষে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। পরে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত