নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদকে সামনে রেখে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় গত এক মাসে পাঁচ শতাধিক চোর, ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ রোববার সকালে জাতীয় ঈদগাহর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘গত কয়েকদিন ধরেই থানা ও ডিবিতে তালিকা করে কাজ করা হচ্ছে। গত এক মাসে পাঁচ শতাধিক তালিকাভুক্ত চোর ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।’
ঢাকার মতো বড় শহরে দুয়েকটি ঘটনা ঘটতে পারে, যেগুলো প্রতিরোধ করা কঠিন বলে জানান কমিশনার। তিনি বলেন, ‘এত বড় একটি শহরে দুয়েকটি ঘটনা ঘটবে। এগুলো প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পুলিশের পাশাপাশি মানুষের দায়িত্ব রয়েছে। আপনার জীবন এবং সম্পদের প্রাথমিক রক্ষার দায়িত্ব আপনার। এরপর আসে রাষ্ট্রের কাছে। ট্রেন লাইনের ওপর যদি আপনি শুয়ে থাকেন আর ভাবেন পুলিশ এসে রক্ষা করবে, এটা কোন বুদ্ধির কাজ না। এর মধ্যে কেউ যদি আক্রান্ত হন সেগুলো আমরা নিশ্চয়ই দেখব।’
মূল্যবান সম্পদ রক্ষায় ব্যক্তি নিজেকে সতর্ক হতে জোর দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো বলে থাকি সেগুলো যদি মানুষ মেনে চলে, তাহলে তার জীবন ও সম্পদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়। যে যেখানেই যান আপনার মূল্যবান সম্পদে হেফাজত নিচ থেকে করবেন।’
উন্নত দেশের উদাহরণ টেনে কমিশনার বলেন, ‘সারা বিশ্বে লকার সিস্টেম রয়েছে। বাংলাদেশের পুলিশ আমরাতো অত দক্ষ না, উন্নত বিশ্বে হাজার হাজার মানুষ কেন লকারে মূল্যবান সম্পদ রাখে। কারণ একটাই, এটা সুরক্ষা করার দায়িত্ব তার। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, যেখানে যে অভিযোগ পাওয়া যাচ্ছে, মামলা নিচ্ছি, সে অনুযায়ী গ্রেপ্তার করছি।’
চুরি ছিনতাই রোধে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানাতেই আমরা অতিরিক্ত ফোর্স দিয়েছি। শহরে প্রতিরাত্রে আড়াইহাজার অতিরিক্ত ফোর্স ডিউটি করবে। প্রতি থানা থেকে দশটি করি মোবাইল টিম বের হবে। এভাবে ৫০টি থানায় ৫০০টি টিম থাকবে।’
ক্রিমিনালদের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি হয় সে জন্য আমাদের চেকপোস্ট থাকবে। ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটর করা হবে।
ঈদকে সামনে রেখে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় গত এক মাসে পাঁচ শতাধিক চোর, ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ রোববার সকালে জাতীয় ঈদগাহর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘গত কয়েকদিন ধরেই থানা ও ডিবিতে তালিকা করে কাজ করা হচ্ছে। গত এক মাসে পাঁচ শতাধিক তালিকাভুক্ত চোর ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।’
ঢাকার মতো বড় শহরে দুয়েকটি ঘটনা ঘটতে পারে, যেগুলো প্রতিরোধ করা কঠিন বলে জানান কমিশনার। তিনি বলেন, ‘এত বড় একটি শহরে দুয়েকটি ঘটনা ঘটবে। এগুলো প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পুলিশের পাশাপাশি মানুষের দায়িত্ব রয়েছে। আপনার জীবন এবং সম্পদের প্রাথমিক রক্ষার দায়িত্ব আপনার। এরপর আসে রাষ্ট্রের কাছে। ট্রেন লাইনের ওপর যদি আপনি শুয়ে থাকেন আর ভাবেন পুলিশ এসে রক্ষা করবে, এটা কোন বুদ্ধির কাজ না। এর মধ্যে কেউ যদি আক্রান্ত হন সেগুলো আমরা নিশ্চয়ই দেখব।’
মূল্যবান সম্পদ রক্ষায় ব্যক্তি নিজেকে সতর্ক হতে জোর দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো বলে থাকি সেগুলো যদি মানুষ মেনে চলে, তাহলে তার জীবন ও সম্পদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়। যে যেখানেই যান আপনার মূল্যবান সম্পদে হেফাজত নিচ থেকে করবেন।’
উন্নত দেশের উদাহরণ টেনে কমিশনার বলেন, ‘সারা বিশ্বে লকার সিস্টেম রয়েছে। বাংলাদেশের পুলিশ আমরাতো অত দক্ষ না, উন্নত বিশ্বে হাজার হাজার মানুষ কেন লকারে মূল্যবান সম্পদ রাখে। কারণ একটাই, এটা সুরক্ষা করার দায়িত্ব তার। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, যেখানে যে অভিযোগ পাওয়া যাচ্ছে, মামলা নিচ্ছি, সে অনুযায়ী গ্রেপ্তার করছি।’
চুরি ছিনতাই রোধে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানাতেই আমরা অতিরিক্ত ফোর্স দিয়েছি। শহরে প্রতিরাত্রে আড়াইহাজার অতিরিক্ত ফোর্স ডিউটি করবে। প্রতি থানা থেকে দশটি করি মোবাইল টিম বের হবে। এভাবে ৫০টি থানায় ৫০০টি টিম থাকবে।’
ক্রিমিনালদের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি হয় সে জন্য আমাদের চেকপোস্ট থাকবে। ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটর করা হবে।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
১ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৪ ঘণ্টা আগে