Ajker Patrika

সাভারে সিলিন্ডারের গ্যাসের আগুনে শিশুসহ দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নায়েব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দগ্ধদের উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন গৃহকর্তা নায়েব আলীর স্ত্রী আমেনা বেগম (৬০), প্রতিবেশী আব্দুর রশিদের স্ত্রী শিল্পী আক্তার (৩৫), সেলিম মিয়ার মেয়ে জিসান (২০), আব্দুর রশিদের ছেলে সজীব (৭), আমজাদ হোসেনের ছেলে সুরাজ মোল্লা (২৬), হযরত আলীর ছেলের সোলায়মান (১৪) ও কাউসার হোসেনের স্ত্রী হালিমা আক্তার (৪২) ।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীরা জানান, নায়েব আলীর স্ত্রী আমেনা বেগম আজ সন্ধ্যায় ঘরে তালা দিয়ে বাইরে যান। এ সময় পাশের ভাড়াটিয়ারা তাঁর ঘরের ভেতরে সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার আঁচ করতে পেরে মোবাইল ফোনে বিষয়টি আমেনাকে জানান। তিনি দরজা ভেঙে ভেতর থেকে সিলিন্ডার বের করার পরামর্শ দেন। তাঁর কথা মতো স্বজন ও প্রতিবেশীরা হাতুড়ি দিয়ে দরজার ভাঙতে শুরু করেন। এ সময় হাতুড়ির আঘাতে সৃষ্ট স্পার্ক থেকে ঘরের ভেতরে আগুন ধরে যায়।

প্রতিবেশী মোহাম্মদ আকাশ বলেন, তালা ভাঙার সময় আমেনা বেগমসহ অগ্নিদগ্ধরা দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘরের ভেতরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ঘর থেকে বের হয়ে এলে আমেনা বেগম ও তাঁর প্রতিবেশীরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, অগ্নিদগ্ধদের হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত