শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে স্থানীয় একটি কারখানার কয়েক হাজার শ্রমিক সড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে কারখানার সামনের আঞ্চলিক সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি না মানলে কাজে যোগ না দেওয়ার কথা জানান শ্রমিকেরা।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে শ্রমিকেরা কোনো ধরনের ভাঙচুর করেননি। তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।’
আমেনা খাতুন নামে কারখানার এক শ্রমিক বলেন, সব কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি করেছে, কিন্তু আমাদের কারখানায় বেতন বৃদ্ধি করেনি। কিন্তু আমাদের বাসাভাড়া ও দ্রব্যমূল্যের দাম ঠিকই বেড়েছে। যে পরিমাণ পরিশ্রম করি, তার তুলনায় বেতন খুবই সামান্য।’
অপর শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘কেউ কি আর কাজ ফেলে রাস্তায় আসে। গার্মেন্টসে যারা কাজ করে তারা যদি শ্রমিক হয়, তাহলে আমরা কী? তাদের বেতন-ভাতা বাড়ে, আমাদের বেতন কেন বাড়বে না? মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু বেতন বাড়াচ্ছে না।’
তিনি বলেন, ‘এদিকে বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাসার মালিকেরা বাড়িভাড়া বৃদ্ধি করেছে। দুই ঘণ্টা ধরে রাস্তায় অবস্থান করছি, তবুও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। সিদ্ধান্ত না দিলে কাজে যোগদান করব না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনের রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। পোশাক কারখানার সঙ্গে আমাদের কারখানার বেতন বাড়ানোর কোনো নির্দেশনা পাইনি।
তবুও মালিকপক্ষ শ্রমিকদের অপেক্ষা করতে বলছে। দেশের কারখানার মালিকগণ একটা সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলে বেতন বাড়ানো হবে। কিন্তু শ্রমিকেরা কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কারখানা দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে স্থানীয় একটি কারখানার কয়েক হাজার শ্রমিক সড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে কারখানার সামনের আঞ্চলিক সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি না মানলে কাজে যোগ না দেওয়ার কথা জানান শ্রমিকেরা।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে শ্রমিকেরা কোনো ধরনের ভাঙচুর করেননি। তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।’
আমেনা খাতুন নামে কারখানার এক শ্রমিক বলেন, সব কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি করেছে, কিন্তু আমাদের কারখানায় বেতন বৃদ্ধি করেনি। কিন্তু আমাদের বাসাভাড়া ও দ্রব্যমূল্যের দাম ঠিকই বেড়েছে। যে পরিমাণ পরিশ্রম করি, তার তুলনায় বেতন খুবই সামান্য।’
অপর শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘কেউ কি আর কাজ ফেলে রাস্তায় আসে। গার্মেন্টসে যারা কাজ করে তারা যদি শ্রমিক হয়, তাহলে আমরা কী? তাদের বেতন-ভাতা বাড়ে, আমাদের বেতন কেন বাড়বে না? মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু বেতন বাড়াচ্ছে না।’
তিনি বলেন, ‘এদিকে বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাসার মালিকেরা বাড়িভাড়া বৃদ্ধি করেছে। দুই ঘণ্টা ধরে রাস্তায় অবস্থান করছি, তবুও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। সিদ্ধান্ত না দিলে কাজে যোগদান করব না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনের রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। পোশাক কারখানার সঙ্গে আমাদের কারখানার বেতন বাড়ানোর কোনো নির্দেশনা পাইনি।
তবুও মালিকপক্ষ শ্রমিকদের অপেক্ষা করতে বলছে। দেশের কারখানার মালিকগণ একটা সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলে বেতন বাড়ানো হবে। কিন্তু শ্রমিকেরা কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কারখানা দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।’
রাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১০ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
২১ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
৩১ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ দাবি মানা না হলে কঠোর অবস্থানে যাবেন তারা।
৩১ মিনিট আগে