সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা করতে কমিটি গঠনে রুলসহ আদেশ দিয়েছেন হাইকোর্ট। অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ এর ১৯ (খ) ধারা কেন সংবিধানের ২৬, ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। 

একইসঙ্গে অভিভাবকত্ব নির্ধারণের নির্দেশিকা এবং নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনকে আগামী ৪ মাসের মধ্যে নীতিমালা করে আদালতে জমা দিতে বলা হয়েছে। 

থিঙ্ক লিগ্যাল বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, নারীপক্ষ এবং একাডেমি অফ ল’ এন্ড পলিসি’র যৌথভাবে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন। 

আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার আনিতা গাজী রহমান, ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম এবং অ্যাডভোকেট আয়েশা আক্তার। 

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত