মোটরসাইকেলের টাকা যোগাতে চালক হত্যার পর অটোরিকশা ছিনতাই: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৮: ২১

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাব। তাঁদের বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, মোটরসাইকেল কেনার টাকা যোগাড় করতে পরিকল্পিতভাবে কালামকে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে তাঁরা। 

আজ বৃহস্পতবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। এর আগে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চারজন হলেন–ঢাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০), শ্রীকান্ত কর্মকার (২০) ও মানিকগঞ্জের বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)। 

নিহত কালাম বিশ্বাসের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে সাভারে থেকে রিকশা চালাতেন। 

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, শান্ত মনি দাস গত ৮ জুন দুপুরে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি বিজয় মনি দাস, শ্রীকান্ত কর্মকার ও বিশ্বনাথ মনি দাসের সঙ্গে দেখা করেন। কিন্তু অল্প টাকায় বাইক কেনা সম্ভব নয় বলে তাঁরা অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করেন। 

এরপর তাঁরা পূর্ব পরিচিত কালাম বিশ্বাসের অটোরিকশা ভাড়া নেন। তাঁরা রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে কালামকে অটোরিকশাসহ ধামরাইয়ের কুল্লা এলাকায় নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী তাঁরা কালামকে মাদক সেবনে বাধ্য করেন। মাদক সেবনের পর কালাম কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়লে তাঁরা অটোরিকশাসহ কালামকে কুল্লা ইউনিয়নের বারিগাঁও এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা কালামের গলায় ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা খড় দিয়ে লাশ ঢেকে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। 

রাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জিয়াউর রহমান চৌধুরী জানান, কালামের লাশ উদ্ধারের পর তাঁর স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৯ জুন ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত