ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরকে ডিজিটাল উপজেলায় পরিণত করার লক্ষ্যে দুই বছর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছিল ৮৮০টি সিসি ক্যামেরা। যা উপজেলা, পৌরসভা ও থানা থেকে তদারকির জন্য স্থাপন করা হয় মনিটরিং কক্ষ। এখন বেশির ভাগ ক্যামেরার হদিস নেই। যা রয়েছে, তাও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালে পুরো উপজেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। ৩১ জানুয়ারি বেশ ঘটা করে কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ওই সময় ঘোষণা করা হয়েছিল, শিবচর দেশের প্রথম ডিজিটাল উপজেলা।
এখন সিসি ক্যামেরার কার্যকারিতা না থাকায় নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধী শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরার বিষয়টি উত্থাপিত হলেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি। গত ২৯ জানুয়ারি বিকেলে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। কিন্তু সেখানে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিসি ক্যামেরা স্থাপন প্রকল্পে অনিয়ম ঘটেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। ক্যামেরা স্থাপন ও ইন্টারনেট সংযোগের জন্য ২০২২ সালের ১১ মে আইপি কানেক্ট নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যুবলীগ নেতা মো. খায়রুজ্জামান খানের সঙ্গে চুক্তি হয়েছিল। সেখানে ক্যামেরা স্থাপন, ইন্টারনেট সংযোগসহ রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত যাবতীয় বিষয় উল্লেখ ছিল।
উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদের সচিব জানিয়েছেন, বর্তমানে পরিষদগুলোর কতটি সিসি ক্যামেরা সচল রয়েছে, তা জানা নেই। গত ৫ আগস্টের পর এগুলোর কোনো রক্ষণাবেক্ষণও নেই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘সিসি ক্যামেরা ঠিক না থাকায় অপরাধী গ্রেপ্তারে আমাদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আইনশৃঙ্খলা কমিটির একাধিক মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছি। পরে বাধ্য হয়ে বলেছি, প্রয়োজনে ব্যক্তিগতভাবে হলেও বাসাবাড়ি, বিপণিবিতান, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হোক। সর্বত্র সিসি ক্যামেরা সচল থাকলে অপরাধ কমে আসবে আবার অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধী শনাক্ত করা যাবে।’
এ নিয়ে কথা হলে শিবচর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘পৌরসভার আওতাধীন সিসি ক্যামেরাগুলো বর্তমানে অচল রয়েছে। অনেক স্থানের ক্যামেরা নষ্ট। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের শিবচরকে ডিজিটাল উপজেলায় পরিণত করার লক্ষ্যে দুই বছর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছিল ৮৮০টি সিসি ক্যামেরা। যা উপজেলা, পৌরসভা ও থানা থেকে তদারকির জন্য স্থাপন করা হয় মনিটরিং কক্ষ। এখন বেশির ভাগ ক্যামেরার হদিস নেই। যা রয়েছে, তাও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালে পুরো উপজেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। ৩১ জানুয়ারি বেশ ঘটা করে কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ওই সময় ঘোষণা করা হয়েছিল, শিবচর দেশের প্রথম ডিজিটাল উপজেলা।
এখন সিসি ক্যামেরার কার্যকারিতা না থাকায় নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধী শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরার বিষয়টি উত্থাপিত হলেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি। গত ২৯ জানুয়ারি বিকেলে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। কিন্তু সেখানে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিসি ক্যামেরা স্থাপন প্রকল্পে অনিয়ম ঘটেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। ক্যামেরা স্থাপন ও ইন্টারনেট সংযোগের জন্য ২০২২ সালের ১১ মে আইপি কানেক্ট নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যুবলীগ নেতা মো. খায়রুজ্জামান খানের সঙ্গে চুক্তি হয়েছিল। সেখানে ক্যামেরা স্থাপন, ইন্টারনেট সংযোগসহ রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত যাবতীয় বিষয় উল্লেখ ছিল।
উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদের সচিব জানিয়েছেন, বর্তমানে পরিষদগুলোর কতটি সিসি ক্যামেরা সচল রয়েছে, তা জানা নেই। গত ৫ আগস্টের পর এগুলোর কোনো রক্ষণাবেক্ষণও নেই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘সিসি ক্যামেরা ঠিক না থাকায় অপরাধী গ্রেপ্তারে আমাদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আইনশৃঙ্খলা কমিটির একাধিক মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছি। পরে বাধ্য হয়ে বলেছি, প্রয়োজনে ব্যক্তিগতভাবে হলেও বাসাবাড়ি, বিপণিবিতান, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হোক। সর্বত্র সিসি ক্যামেরা সচল থাকলে অপরাধ কমে আসবে আবার অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধী শনাক্ত করা যাবে।’
এ নিয়ে কথা হলে শিবচর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘পৌরসভার আওতাধীন সিসি ক্যামেরাগুলো বর্তমানে অচল রয়েছে। অনেক স্থানের ক্যামেরা নষ্ট। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের গুলিতে প্রতিপক্ষের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে একটি প্রাইভেট কারে হামলা চালালে এ ঘটনা ঘটে। আহতরা বলছেন, তাঁরা সড়কে টহল দেওয়া পুলিশ সদস্যদের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। এর মধ্যেই পেছন থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে দুজন
৫ ঘণ্টা আগেনিজেদের মধ্যে সংঘর্ষ ও খুনের পর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির সদ্য ঘোষিত তিনটি কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
৬ ঘণ্টা আগেবরিশালের আগৈলঝাড়ায় ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ পিটুনি দেওয়া হয়। অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তিনি কয়েক দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ করেন বলে
৬ ঘণ্টা আগে