Ajker Patrika

জিরো পয়েন্টে ছাত্রলীগ সন্দেহে আরও ২ জনকে গণপিটুনি

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৯: ১২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বায়তুল মোকাররম ও জিরো পয়েন্টে ছাত্রলীগ সন্দেহে আরও দুই তরুণকে মারধর করেছে ছাত্র-জনতা। পরবর্তীকালে তাঁদের পুলিশে দেওয়া হয়। তাঁদের একজনের নাম রাব্বি, অপরজন আফজাল।

আজ রোববার বিকেল ৪টার দিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে একজনকে মারতে মারতে জিরো পয়েন্টে নিয়ে আসে শিক্ষার্থীরা। তাঁর নাম রাব্বি বলে জানা যায়। একজন শিক্ষার্থী তাঁকে আগলে রাখার চেষ্টা করেও রক্ষা করতে পারেননি। পরে কয়েকজন মিলে সচিবালয়ের পূর্ব কর্ণারে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে দিয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা গেছে।

এ ছাড়া গুলিস্তানের জিরো পয়েন্টে আফজাল নামে এক তরুণকে মারতে মারতে নিয়ে আসেন শিক্ষার্থীরা। আফজাল বলেন, ‘আমি কিছু জানি না। এক বড় ভাই নূর হোসেন চত্বরে ফুল দিয়ে আমাকে বলল ছবি তুলবি। আমি দাঁড়িয়ে ছবি তুলেছি। এরপর দেখি কয়েকজন এসে মারধর শুরু করেছে। আমি কোনো দল করি না। এখানে এমনিতেই আসছিলাম।’

পরে আফজালকেও মারধর করে পুলিশে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত