টাঙ্গাইলে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল) 
Thumbnail image
আব্দুল আলীম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল আলীম (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাগমারীপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এম কে হাতেম বলেন, আব্দুল আলীম টাঙ্গাইলের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভূঞাপুর আসছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে স্ত্রী-সন্তানসহ আলীম গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলীমের মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও সন্তান সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত